গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি থেকে আম কুড়াতে বেরিয়ে গাড়ি চাপায় হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার (১২ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচারের কাছে এ দূর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হামিদা বেগম কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত ইসরাফিল মোল্লার স্ত্রী। আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, নিহত হামিদা বেগম আম কুড়াতে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী আজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে...
5
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি থেকে আম কুড়াতে বেরিয়ে গাড়ি চাপায় হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রবিবার (১২ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচারের কাছে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হামিদা বেগম কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত ইসরাফিল মোল্লার স্ত্রী।
আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, নিহত হামিদা বেগম আম কুড়াতে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী আজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।