বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

তোহফা- For Mankind উদ্যোগে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ

 নাজমুল ইসলাম হৃদয়
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৫৯ Time View
6

সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও বিভিন্ন উপজেলায় মাসব্যাপী দুস্থদের মধ্যে সেহরী ও ইফতার বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে সামাজিক সংগঠন “তোহফা- For Mankind ” ।

প্রতিদিন বিকেলে ও রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে দিনমজুর, রিকশাচালক ও দুস্থদের মধ্যে সেহরী ও ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। জানা যায়, মানবতার চেতনায় ঔদ্ধত্য ধর্মীয় মানবিক সামাজিক ও অরাজনৈতিক সংঘ “তোহফা ফর ম্যানকাইন্ড ” এর উদ্যোগে মাসব্যাপী ও দেশব্যাপী পবিত্র রামাদ্বান কারীমকে কেন্দ্র করে বরকতময় সাহরী ও ইফতারের বর্ণাঢ্য আয়োজন শুরু হয় রামদ্বান মাসের প্রথম দিন হতে।

চট্টগ্রামে মূল কেন্দ্র হলেও দেশজুড়ে রয়েছে এর আদর্শ আলো। এই ধারাবাহিকতায় সিলেট শাখাও নেই পিছিয়ে। হবিগঞ্জ মিরপুর বাহুবলে আয়োজন হয় প্রতি রাতের বরকতময় সাহরী এবং পথচারীদের জন্য বাহারি ইফতার। নিঃস্ব মানুষদের দেখা যেখানে মিলে সেখানে পৌঁছে ‘তোহফা পরিবার ‘।

কেউ এসে নিয়ে যান আবার কারো ঘরে তোহফার সদসবৃন্দ নিজেই উপস্থিত হোন তোহফা নিয়ে। দিবানিশির এই শ্রম একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি ও মানুষের মনুষ্যত্ব জাগরণে। রঙিন পৃথিবীর একপিঠ যেখানে মাসব্যাপী কেনাকাটায় দিন পার করছেন সেখানে তোহফা পরিবার প্রাচুর্যের আবাহাওয়ায় অদৃশ্য এক জগৎ ভ্রমণে ব্যস্ত।

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ছাড়াও তোহফা কাজ করছে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে। তন্মধ্যে চুনারুঘাট, রেল স্টেশন, আম্বরখানা, জিন্দাবাজার, দরগাহ মহল্লা, শাহ জালাল, শাহ পরান, শাহ সুন্দর, মানিকপীর টিলা, ভার্সিটি, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি উল্লেখযোগ্য। প্রতিটি শ্লোগানে তোহফার নীতি ভেসে উঠে। তোহফা সংগঠনের সদস্যরা বলেন, রমজানের অন্যতম আমল দান-সদকা করা, গরীব দুঃখী অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

কিন্তু এখন সমাজের অনেকেই ব্যাস্ত হরেক রকম বাজার সদাই করা নিয়ে, কেউ ইফতার পার্টি করা নিয়ে। রোজা ফরজ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, এ কল্যাণ তখনই অর্জিত হবে যখন রোজাদার দুস্থ-অসহায় মানুষের প্রতি দানের হাত প্রসারিত করবে। কিন্তু কয়জনে দান সদকা করছেন। আমরা চেষ্টা করেছি সবার সহযোগীতায় কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে।

পথচারীদের জন্য যে সেহরী ও ইফতারের আয়োজন চলমান আছে। সকলের সহযোগিতায় আমরা আশা করছি আমাদের এই কার্যক্রম রমজান মাস ব্যাপি চলমান থাকবে।প্রত্যেকে যদি সামাজিক দায়বদ্ধতা থেকে এই সব অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এসে দাড়াই তাহলে আগামীতেও এই মানুষ গুলোর মুখে হাসি অব্যাহত থাকবে।

আর এই তোহফা ফর ম্যানকাইন্ড সংঘটনটি প্রতিষ্ঠা করে যিনি আমাদের মানব সেবার সুযোগ করে দিয়েছেন তিনি হচ্ছেন দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ সাইফুল ইসলাম বারী হুজুর । আর যার উপদেশ আজকে তোহফা ফর ম্যানকাইন্ড দেশ ও বিদেশে সাহরী ও ইফতার কাযক্রম করছেন তিনি হচ্ছেন দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মোকাররম বারী হুজুর।

তোহফা ফর ম্যানকাইন্ড এর প্রধান উপদেষ্টা। হারামের কোটি নয়, হালালের এক চাই। শান্তনা নয়, শান্তি চাই। অসহায়ের আর্তনাদে, দুখীর বেদনায়, মার্জিত জাতি গঠনে, সুশিক্ষার অনুপ্রেরণায়। তোহফা হোক মানুষের জন্য। তোহফা হোক ভালোবাসার প্রতীক।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category