বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

আসছে তানিন সুবহার নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমারমানুষ’

বিনোদন ডেক্স
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৭৬ Time View
7

বর্তমানে নাটক-সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা ও অভিনেত্রী তানিন সুবহা। তারই ধারাবাহিকতায় নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটক “সিনেমারমানুষ” নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী তানিন সুবহা।

এরই মধ্যে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসিতে) ধারাবাহিকটির শুটিং শেষ হয়েছে। এটি রচনা করেছেন কমল সরকার এবং পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।

দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সিনেমারমানুষ’ প্রসঙ্গে তানিন বলেন- দীর্ঘ এই ধারাবাহিকে আমাকে একজন সহকারী পরিচালক এর চরিত্রে কাজ করতে দেখা যাবে, গল্পটি এক কথায় চমৎকার, এরকম গল্পে এর আগে কোন কাজ হয়নি, নাটকটি একটি সিনেমা নিয়ে, সিনেমার গল্প দেখা যাবে এই দীর্ঘ ধারাবাহিকে।

কমল দাদার রচনার প্রতি দর্শকের আস্থা আছে। যথারীতি সাদেক সিদ্দিকী ভাইও নির্মাণে নন্দিত। তাই এটি বলতে পারি দর্শকের জন্য নিঃসন্দেহে ভালো কিছু অপেক্ষা করছে।’ নাটকটি আগামী মাসে বৈশাখী টেলিভিশনে প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক।

আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। ‌ দীর্ঘ এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, মৌমিতা মৌ, তানিন সুবহা, মানসী প্রকৃতি, সীমান্ত সহ প্রমুখ।

তানিন সুবহা বর্তমানে সিনেমা, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে তিনি ধারাবাহিক নাটকে কাজ করছেন বেশী।

  • তানিন সুবহা হলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী। তানিন সুবহার মিডিয়ায় অভিষেক হয় ২০১২ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তিনি।

এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরো কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের। অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবহা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category