জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল ১০টায় স্কুল শুরু হয়ে বিকেল ৪টায় ছুটি হওয়ার কথা থাকলেও ১ ঘন্টা আগেই ছুটি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ সোমবার সরজমিন গিয়ে এ চিত্র দেখা যায়৷
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে বিদ্যালয়টি বেশির ভাগ সময় দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়।
সোমবার ( ২৬ জানুয়ারি) দুপুর ৩টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খিলকাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ কোন শিক্ষক ও শিক্ষার্থী নেই। স্কুলের প্রতিটি রুমে তালা বদ্ধ।
স্কুলের মাঠ থেকে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান,জোনাইল ও তারতাপাড়ায় স্কুলের অনুষ্ঠান হওয়ায় সকল শিক্ষার্থীরা স্কুল থেকে চলে অনেক আগেই চলে গেছে। এ জন্য আমরা বন্ধ করে চলে এসেছি।
খিলকাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সর্বশেষ ফলাফল শতকরা মাত্র ৪%। ২০২৫ সালে ২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিলে মাত্র ১ জন পাশ করে।
মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃদাঃ) ছানোয়ার হোসেন বলেন,নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার কোন সুযোগ নেই৷ অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন