ওয়েব ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই পদে থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই পদে থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ছবি: প্রেস উইং
৫৭

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই পদে চাকরি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দীর্ঘ সময় একই দায়িত্বে থাকলে কর্মকর্তাদের মানসিকতা স্থবির হয়ে যায় এবং সৃজনশীলতা কমে যায়। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পর পর নতুনভাবে সাজানো জরুরি।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য ও চাহিদা পরিবর্তিত হলেও অনেক প্রতিষ্ঠানে পুরনো ধ্যান-ধারণা নিয়ে মানুষ কাজ করে যাচ্ছে, যা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। তাঁর মতে, প্রতি ১০ বছর পর পর প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে শুরু করার চিন্তা করা উচিত।

সবার জন্য চাকরি নিশ্চিত করা একটি ভুল ধারণা

সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাকে ভুল উল্লেখ করে ড. ইউনূস বলেন, এটি এক ধরনের দাসপ্রথার মতো। তিনি বলেন, সরকারকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে হবে, যাতে মানুষ নিজেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

ডিজিটাল খাত থেকেই আসবে পরিবর্তন

ড. ইউনূস বলেন, দেশের রাজনীতিতে যেমন জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, জুলাই আন্দোলনের অভিজ্ঞতা প্রমাণ করেছে—তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ডিজিটাল খাতই এখন মূল খাত। এই খাত থেকেই অন্যান্য সব খাতে পরিবর্তন ও প্রভাব তৈরি হবে।

নাগরিক সেবায় ডিজিটালাইজেশন এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি

নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে-কলমে সীমাবদ্ধ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে, জনগণ নিজের মতো করে সেটি ব্যবহার করবে—এটাই তথ্যপ্রযুক্তির আসল শক্তি।

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেটই হতে পারে শ্রেষ্ঠ শিক্ষক

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ইন্টারনেট সংযোগের সীমাবদ্ধতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ রয়েছে। যেসব স্কুলে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই হতে পারে সবচেয়ে ভালো শিক্ষক।

জালিয়াতি বন্ধের আহ্বান

জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জালিয়াতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এসব অনিয়ম বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলার সামর্থ্য আমাদের রয়েছে।

প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ আয়োজনে এ প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে ‘ক্রিয়েট হিয়ার, কানেক্ট এভরিহোয়ার’ শিরোনামে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। পরে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইতে বিশ্বে প্রথম ‘স্বর্ণের রাস্তা’ তৈরি হচ্ছে

বিশ্বকাপের মূল পর্বের পথে আরও এক ধাপ এগোল বাঘিনীরা

ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা, জরুরি সেবা ও দূরপাল্লা অব্যাহত

সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই পদে থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২৬’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আশুলিয়ার রূপায়ন মাঠ ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থল:আতঙ্কে সাধারণ মানুষ

ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্ম্যে রোগীরা দুর্ভোগে

স্ত্রী হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ, এক মাস পর স্বামীর স্বীকারোক্তি

নরসিংদীর শিবপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতিকে দেওয়া আমাদের কথা আমরা রেখেছি, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

১০

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

১১

আশুলিয়ায় গুলাগুলিতে প্রকৃত দোষীদের আড়াল করতে অপপ্রচার: সংবাদ সম্মেলন

১২

সাভার বিরুলিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু 

১৩

রাজৈরের টেকেরহাট ও আন্দনমোড়ে মাদক উদ্ধার, নারীসহ ৩ জন আটক

১৪

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন ১ ঘন্টা আমদানি,রফতানি বন্ধ

১৫

আশুলিয়ার ইস্টার্ন হাউজিংয়ে গোলাগুলি,আজাদ নামে একজন গুলিবিদ্ধ

১৬

মাদারগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগ

১৭

যশোর ৮৫/১-শার্শা আসনে ভোটের মাঠে এগিয়ে বিএনপির প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন

১৮

তানোরে দিনব্যাপী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

১৯

গোবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০