শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

রাজধানী গুলশানে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৩ Time View
219

রাজধানীর গুলশানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এখানে ফেলে রাখা হয়েছে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ রোডের ১০৮ নম্বরের ২১ নম্বর প্লটে একটি চা দোকানের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ। তিনি জানান, নিহত রফিক (৬২) বরিশালের দবদবিয়া গ্রামে এবং সাব্বির (১৫) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজার বেপারী পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের মতে, দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় হত্যা করা হতে পারে। আজ মরদেহ থেকে দুর্গন্ধ বের হয়েছে।

ওসি তৌহিদ আহমেদ আরও জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense