হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : অদ্য ১৪/১০/২০২০ খ্রিঃ তারিখ জনাব, মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গার এর নিদের্শে এএস,আই মোঃ বিল্লাল হোসেন, এএস,আই মোঃ মসলেম উদ্দিন, সকলেই দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ জিআর-১৯২/২০ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মনির হোসেন (), পিতা- মৃত সাবদার আলী, গ্রাম- কাদিপুর গাংপাড়া, ননজিআর-১৬৭/২০ (ট্রাফিক),এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ হাফিজুর রহমান, পিতা- সিরাজুল ইসলাম, গ্রাম-লক্ষিপুর, ননজিআর-১৭৬/২০ (ট্রাফিক) এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আঃ হান্নান, পিতা- মৃত মকবুল হোসেন, গ্রাম-গোপিনাথপুর, আর-৮৩/০৯ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ তুফান, পিং-ঝড়ু মন্ডল, সাং-ইব্রাহীমপুর, সর্ব থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা। সর্বমোট ০৪ টি গ্রেফতারী পরোয়ানা মুলে ০৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply