বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ভ্রাম্যমান গাড়িতে ডিম, দুধ ও মাংস বিক্রয়

 হাফিজুর রহমান
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৭৫ Time View

দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে সরকারি নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায়, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) / বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) -এর সহযোগিতায় ভ্রাম্যমান গাড়িতে মুরগির ডিম, গরুর দুধ ও মুরগির মাংস বিক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। আজ সকালে এ কার্যক্রমের তদারকি করেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (বিএলও) ডা. মো. আজিজ আল মামুন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে সরকারি নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায়, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন / বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন -এর সহযোগিতায় ভ্রাম্যমান গাড়িতে ন্যায্য মূল্যে মুরগির ডিম (প্রতিটি ৭ টাকা), গরুর দুধ (প্রতি লিটার ৬০ টাকা) ও জীবন্ত মুরগির মাংস (ব্রয়লার মুরগি প্রতি কেজি ১২৫ টাকা, কক মুরগি প্রতি কেজি ১৬০ টাকা এবং সোনালী মুরগি প্রতি কেজি ২০০ টাকা) বিক্রয়ের কার্যক্রম ইতোমধ্যেই শুরু করা হয়েছে।

জেলার জনসাধারণ মাস্ক ব্যবহার করে ও স্বাস্থ্যবিধি মেনে তাদের প্রয়োজনীয় পণ্যগুলো ভ্রাম্যমাণ এ গাড়িগুলো থেকে নগদ মূল্যে ক্রয় করতে পারছেন।

গাড়িগুলো প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ পণ্যগুলো বিক্রি করছে। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. গোবিন্দ চন্দ্র সরদার, ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলইও) কৃষিবিদ ইতি সালেহীন, গোপালগঞ্জ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন -এর সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) বিশ্বজিৎ কর প্রমুখ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense