বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

নগরীতে লকডাউনে ও স্ট্যান্ড রোডের একাংশে কাপের্টিং এর কাজ হয়েছে

এস এম কায়সার
  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ২৯৫ Time View

নগরীর স্ট্যান্ড রোডে গত বুধবার রাত থেকে কাপের্টিং কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অচিরেই তা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, স্ট্যান্ড রোড দীর্ঘ দিন ধরে চলাচলের উপযোগিতা হারিয়েছে।

রাস্তার ধারণ ক্ষমতার বেশি মালামাল পরিবহনের কারণে প্রতিনিয়ত সড়কটি খানা-খন্দকে পরিণত হয়েছে। এ ছাড়া বড় নালার উপর অবৈধ স্ল্যাব বসিয়ে স্থাপনা তৈরি ও পরিবহন স্ট্যান্ড থাকায় এ সড়কে জনদুর্ভোগ বেড়েছে।

এটির সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকলেও তা পূর্ণতা পায়নি। এবার সদরঘাট থেকে পুরাতন কাস্টম পর্যন্ত এ রোডে অর্ধেকাংশ কাপের্টিং শেষ হওয়ায় জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-সবচেয়ে বড় প্রয়োজন জীবনকে সুরক্ষা করেই জীবিকা নিশ্চিত করা।

তাই এ পরিস্থিতিতে চসিক জরুরি সেবা কার্যক্রম চালু রেখে জনদুর্ভোগ লাঘবের চেষ্টা করছে। মেয়র বলেন, বর্ষা মৌসুমে জমাট পানিতে মশক প্রজননের প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে।

এতে ডেঙ্গু রোগের বিস্তার ঘটতে পারে। তাই পরিচ্ছন্ন বিভাগকে ৪টি টিমে বিভক্ত করে ৪১টি ওয়ার্ডে মশক নিধন অভিযান ও ওষুধ ছিটানো চলমান রাখা হয়েছে।

গতকাল নগরীর নালা-নর্দমা পরিস্কারের পাশাপাশি মশক নিধনে একশত দক্ষ স্প্রে-ম্যান দিয়ে টিম গঠন করা হয়েছে। প্রতিদিন ৪টি ওয়ার্ডে ২৫জন করে স্প্রে-ম্যান মশক নিধন কার্যক্রমে নিয়োজিত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জাইকার কনসালটেন্ট মিরাজ কবিরাজ, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, উপসহকারী প্রকৌশলী নুরু সোলায়মান প্রমুখ।

তিনি আরো বলেন, নগরীতে কাউন্সিলগণের তত্ত্বাবধানে মাইকিং, লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense