প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২০, ৫:৫২ পি.এম
চট্টগ্রাম নব্য জেএমবির ৬ সদস্য গ্রেফতার।

মোঃ আল আমিন হোসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ গত ফেব্রুয়ারিতে নগরের দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেফতার ৬ জন নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে। চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়ার কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, লোহাগাড়া, কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে দুই নম্বর গেইটে ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য।
গ্রেফতারকৃতরা হলো- মহিদুল আলম (২৪), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈন উদ্দিন (২০), মো. আবু সাদেক (১৯), রহমত উল্লাহ প্রকাশ আকিব (২৪) ও মো. আলা উদ্দিন (২৪)।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত