প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ৫:৫০ পি.এম
ওয়াসা মোড়ে ধর্ষকের শাস্তি দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ।

মোঃ আল আমিন হোসেন ষ্টাপ রিপোর্টারঃ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে শুরু হওয়া অবস্থান কর্মসূচি শেষ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে নগরীর ওয়াসা মোড়ে বিভিন্ন ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের একত্রিত বজ্রকন্ঠ স্বরে ধর্ষকের ফাঁসি দ্রুত কার্যকরসহ ধর্ষণ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানানো হয়।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়ার খবর পেয়ে দুপুর ২টার দিকে তারা এ কর্মসূচি থেকে সরে আসে।
এর আগে সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তায় ছিল সিএমপির সদস্যরা।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত