নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিল ও হাতিরঝিলে অনলাইনে প্রচারিত ভুয়া টিভি চ্যানেল ‘বিএসটিভি’র (BSTV) নামে সাংবাদিক ও প্রতিনিধি নিয়োগকারী চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি দল। সোমবার (২২ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে অনলাইনভিত্তিক ভুয়া টিভি চ্যানেলে (বিএসটিভি) সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএসটিভি নিউজ ২৪’ নামে একটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলের জন্য বিভিন্ন জেলা ও এলাকায় প্রতিনিধি নিয়োগের কথা বলে চক্রটি বেকার যুবকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করতো। গ্রেফতারকৃতরা হলো- শাহীন খান (৫০), নূর হোসেন ওরফে নুরুল ইসলাম নাহিদ (৩৭), রিয়াদ মাহমুদ (২৪), রিমন পারভেজ (২৬), জয়নুল আবেদীন (৫৫), আকবর হোসেন (৩৯), রাজিব হোসেন, (৩৯), রায়হান পারভেজ (২১), ইমরুল কাইয়েচ ওরফে ফয়েজ (২৫) ও আইয়ুব খান (৩০)। এসময় তাদের কাছ থেকে ক্যামেরা, কম্পিউটার, ভিজিটিং কার্ড ও ব্যানার উদ্ধার করা হয়।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত