নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর থেকে প্রকাশিত নিউজ পোর্টাল এর অফিসিয়াল ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে। ধারনা করা হচ্ছে টানা ৪৮ ঘন্টা চেষ্টার পর ২দিনে পেইজটিকে হ্যাক করতে সক্ষম হয়েছে কোন বিদেশি সংস্থা।
যার বর্তমান ওনার আইডি 4567rree(FB) Advertising Companies account. রবিবার রাতেই বার্তা মেহেরপুরের আসল এ্যাডমিন দের আয়ত্তের বাইরে চলে যাই পেইজটি।
এর পর থেকেই পেইজটির স্টরিতে নানান অশ্লীল ছবি পোস্ট করা হয়। পেইজটি হ্যাক হবার বিষয়টি নিশ্চিত করে বার্তা মেহেরপুর কর্তৃপক্ষ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সারা দেশে এবং বিদেশে জনগনের ভালোবাসায় বার্তা মেহেরপুর প্রায় ৬০হাজার মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছিলো, হ্যাকের কারনে পেইজটি হারিয়ে বার্তা মেহেরপুর কর্তৃপক্ষ মর্মাহত।
তাই সকলের প্রতি অনুরোধ যানিয়ে তাদের এই দুঃসময়ে পাশে থাকার আহবান যানিয়েছেন বার্তা মেহেরপুর কর্তৃপক্ষ।
Leave a Reply