শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

ফুলবাড়ীতে কোচিং বাণিজ্যের তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
একটি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে গত ২১ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউপির রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে গিয়ে দেখা মেলে অবৈধ কোচিং বাণিজ্যের রমরমা অবস্থা। সরেজমিনে গিয়ে খবর নিয়ে জানা গেল ওই কোচিং সেন্টারের পরিচালক গোলাম রব্বানী। তিনি রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। সাংবাদিকদের আসার খবর পেয়ে ওই শিক্ষক দ্রুত কোচিং সেন্টারটির দরজা-জানালা বন্ধ করে দিয়ে তার অফিসের দিকে হাঁটা দেন। এসময় সাংবাদিকরা ঐ কোচিং সেন্টারে যেতে চাইলে তিনি সেখানে যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি অফিসে বসার জন্য জোর করেন। সাংবাদিকরা তার চাতুরতা বুঝতে পেরে তার ডাকে সাড়া না দিয়ে বন্ধ ঘরের দরজা খুলে প্রবেশ করে দেখেন ঘরভর্তি শিক্ষার্থী সেখানে কোচিং করছেন। তাদের সংখ্যা ২৫ থেকে ৩০জন। সকলেই দশম শ্রেণীর শিক্ষার্থী। এক পর্যায়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন ওই কোচিং সেন্টারের শিক্ষক গোলাম রব্বানী। ম্যানেজ করতে ব্যর্থ হয়ে এরপর তেড়ে এসে সাংবাদিকদের সঙ্গে উগ্র মেজাজে কথা বলতে শুরু করেন।এ সময় তিনি বলেন, জান জান ইউএনও কে বলেন,উনি কি করবে আমার!বলতে বলতে সাংবাদিকদের গায়ে ধাক্কা মেরে বলেন, জানমিয়া এখান থেকে,বের হয়ে যান। কেন আসছেন এখানে? তৎক্ষণাৎ বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহি কর্মকর্তা খায়রুল আলম সুমন কে জানানো হলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন।এদিকে অবস্থা বেগতিক দেখে কোচিং শিক্ষক গোলাম রব্বানী ততক্ষণে কোচিং সেন্টারটির সকল শিক্ষার্থীকে ছুটি দিয়ে তিনিও সটকে পড়েন।
ঘটনাস্থলে রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক কে মুঠোফোনে ডেকে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ওই প্রধান শিক্ষক অবৈধ কোচিং শিক্ষকের পক্ষে কথা বলার চেষ্টা করেন।
উপজেলা নির্বাহি অফিসার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে, তথ্য-উপাত্ত নিয়ে, মুঠোফোনে ধারণকৃত পুরো ঘটনা দেখে ওই শিক্ষকের অনুপস্থিতিতে কোচিং সেন্টারটি সিলগালা করে দেন।
বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান,
এই শিক্ষক দীর্ঘ দুই মাস থেকে এই কোচিং সেন্টারটি একাধিক ব্যাচে শত শত শিক্ষার্থীকে কোচিং করে আসছিলেন।
এদিকে কোচিং বাণিজ্যের খবর নিতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত হওয়ায় ফুলবাড়ীর সাংবাদিক সমাজ অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense