মারুফ সরকার , সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল দক্ষিণপাড়ায় পারিবারিক কলহের জেড়ে ছোট জা’র শরীরে গরম তরকারি নিক্ষেপের ঘটনায় বড় জা মোছাম্মদ জহুরা খাতুনকে আটক করেছে পুলিশ।
এঘটনায় আহত ছোট জা রুমা খাতুনের বাবা মো. ওয়াজেদ আলী বাদি হয়ে কামারখন্দ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (২২ মার্চ) দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, রবিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে পারিবারিক কলহের জেড়ে শাহাদাত হোসেনের স্ত্রী মোছাম্মদ জহুরা খাতুন তার ছোট জা ইসমাইল হোসেনের স্ত্রী রুমা আক্তারের শরীরে গরম তরকারি নিক্ষেপ করেন।
গরম তরকারি নিক্ষেপে তার মুখ সহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। তাকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফয়সাল আহমেদ জানান, আহতের শরীরের মুখ সহ কয়েক স্থানে গরম তরকারি নিক্ষেপের কারনে ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি এখানে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত