সদর প্রতিনিধি:
ফেনী বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান মাদকসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৯ ক্যান বিদেশী বিয়ার, ৭ বোতল হুইস্কি, ১ কেজী ৭০০ গ্রাম গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো- টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকার মতিয়ারের ছেলে মো. শরিফ রায়হান সরকার রুমান (৩২), একই জেলার কান্দেববাড়ী এলাকার মো. জুলহাসের মো. চাঁন মিয়া (৩২), একই জেলার ধনবাড়ী থানার সামসুলের রুহুল আমিন শাকিল (৩০) ও জামালপুর জেলার দিকপাইত এলাকার জহুরুল ইসলামের সজিবুর রহমান (২০)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
এসময় স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে একটি ট্রাককে আটক করে। এসময় ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৩৩৬) তল্লাশি করে চালকসহ চারজনকে আটক করে।
পরে ট্রাক তল্লাশি করে ড্রাইভারের সীটের পাশে থাকা প্লিস্টকের বস্তার ভিতর থেকে ২৯টি ক্যান বিদেশী মদ (বিয়ার), ০৭ বোতল বিদেশী মদ (হুইস্কি) ও এক কেজী ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৩ হাজার ২০০ টাকা। র্যাব আরো জানায়, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply