এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর নির্মাণের বাঁধা দেয়ায় ১১৮ বছরের অসুস্থ বৃদ্ধা মা ও পরিবার নিয়ে বর্তমানে ঝড় বৃষ্টিতে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।
ভূক্তভোগী রুহুল আমীন অভিযোগ করে বলেন, গত ৪০ বছর ধরে আমি মির্জাগঞ্জ স্টেশন বাজারের পাশে অন্যের জমিতে বাসবাস করে আসছি।
গত তিন মার্চ আমাদের বসবাসের জায়গাটি’র মালিক মির্জাগঞ্জ এলাকার নজরুল ইসলাম ও আব্দুল খালেক আমাদের দুই শতক জমি রেজিষ্ট্রির মাধ্যমে দান করেন । দানকৃত ওই জমিটিতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাকা ঘর বরাদ্ধ পাই।
আগের জরাজির্ণ ঘরটি ভেঙে প্রধানমন্ত্রীর উপহারের পাঁকা ঘর নির্মানের কাজ শুরু হয়। কিন্তু জমি দানকারীদের অপর দুই ভাই মোঃ আব্বাস আলী (৫৬) ও রফিকুল ইসলাম (৪৯) এসে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
তিনি আরও বলেন, এবিষয়ে আমি ডোমার থানায় শনিবার দুপুরে একটি অভিযোগ করি। সন্ধ্যায় পুলিশ গিয়ে সবার সাথে কথা বলে ঘর নির্মাণের কাজ শুরু করতে বলেন।
কিন্তু রবিবার সকালে শ্রমিকরা ঘর নির্মাণ কাজ শুরু করলে তারা আবার এসে বাঁধা দেয়। ঝরবৃষ্টির এ সময়ে আমার ১১৮ বছরে অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতরন জীবন যাপন করছি।
আমি দ্রুত এর সমাধান চাই। জমি দাতা আব্দুল খালেক বলেন, আমাদের জমিতে গত ৪০ বছর ধরে রুহুল আমীন পরিবারসহ বসবাস করে আসছে।
আমি ও আমার ভাই নজরুল তাদের দুই শতক জমি তাদের দান করি।এবং সেখানে তিনি সরকারী ঘরের বরাদ্ধ পান। আমার অন্যান্য ভাইদের জমি পাশ্বে রয়েছে। সেখানে তাদের কোন বাঁধা দেওয়া কোন কারণ দেখি না।
অভিযুক্ত আব্বাস আলী জানান, আমাদের পৈত্রিক জমির সঠিক পরিমাপ করে তারপর তাদের ঘর নির্মাণের কথা বলা হয়েছে। এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাইমিনুল হক জানান, তাদের জমি নিয়ে কিছুটা ঝামেলা রয়েছে।
সোমবার থেকে ঘর নির্মাণের কাজ শুরু হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বিষয়টির সমাধান করে দ্রুতত ব্যবস্থা গ্রহণ করা হবে।