ভূরুঙ্গামারী থানা প্রাঙ্গনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান।
Reporter Name
-
Update Time :
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
-
৩৭২
Time View

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৯ অক্টোবর) ভূরুঙ্গামারী থানা প্রাঙ্গনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করা হয়। পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর সভাপতিত্বে উক্ত ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও উপস্হিত ছিলেন এসি ল্যান্ড ভূরুঙ্গামারী উপজেলা , ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। পুলিশ সুপার কুড়িগ্রাম তার বক্তব্যে ভোট গ্রহণ সুষ্ঠু করতে পেশাদারিত্বের সাথে সকলকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ কর্তৃক ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনী দায়িত্ব পালনে কোন গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে। এছাড়া দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও সকলকে পরামর্শ প্রদান করা হয়।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
More News Of This Category