নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের প্রাই প্রতিদিন৪/৫হাজার লোকের চলাফেলার কয়লারদিয়ার-উমরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় প্রতিবাদে ও ব্রিজ দাবিতে আলোচনাসভা আনুষ্ঠিত হয়।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্য বসির আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান ভোদন, বীর মুক্তিযোদ্ধা বেলাল উদ্দীন,ইউপি সদস্য আসাদুল হক, আব্দুল খালেক (সাবান), বিশিষ্ট সমাজসেবক একরামুল হক,ছাত্র/ছাত্রীর পক্ষে রাজিব আহমেদ সহ আরও অনেকে।
আলোচনাসভায় বক্তরা বলেন শ্যামপুর উমরপুর-কয়লারদিয়ার ফেরিঘাটে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে নিরীহ সাধারণ মানুষের কাছে অন্যায়ভাবে টোল আদায় করা হচ্ছে দীর্ঘদিন ধরে।
সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সরকার নির্ধারিত টোলের কয়েকগুন বেশি টোলআদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তরা।
এই অবস্থায় উমরপুর-কয়লারদিয়ার ফেরিঘাটে সাধারণ মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টোল আদায় বন্ধ ও ঘাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙ্গানোর দাবি জানান এলাকাবাসি ও বক্তরা।
বক্তরা আরও বলেন এই ঘাটে প্রতিদিন শ্যামপুর, শাহাবাজপুর, মোবারকপুর,বিনাদপুর,মনাকষা সহ বিভিন্ন এলাকার প্রতিদিন ৪/৫ হাজার লোকের চলাফেরা হয় এই রাস্তা দিয়ে তাই সবার ও নিরীহ সাধারণ মানুষের কথা চিন্তা করে এখানে একটি ব্রিজ করার দাবি জানাছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে।
Leave a Reply