মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

মাদারীপুরে ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬৩৬ Time View
নুসরাত জাহান আনিকা, মাদারীপুরঃ বাংলাদেশের চাঞ্চল্যকর ঘটনা যা ইতিমধ্যে সারা বাংলাদেশ মানুষের হৃদয় প্রতিবাদের ঝড় তুলেছে।
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতন এবং সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, গণধর্ষণের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ, মিছিল মানববন্ধন, অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ যেভাবে মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষ মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শিশু ধর্ষণ গৃহবধূ ধর্ষণ গণধর্ষণ বন্ধে বাংলাদেশের কঠোর কোনো আইন নেই তাই ধর্ষক বেপরোয়া হয়ে আমাদের মা-বোনদের উপর ঝাঁপিয়ে পড়ছে , সরকারের কাছে আমাদের জোর দাবি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। আমাদের সমাজকে ধর্ষণমুক্ত করতে হবে এই অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। নারী নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় জড়িতদের অতিদ্রুত দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে ।
মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি রুবেল হোসাইন, সাধারণ সম্পাদক শাহীন শরীফ, দপ্তর সম্পাদক মো.ইউসুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি রুবেল হোসাইন,

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense