সিরাজগঞ্জ থেকে সুরঞ্জিত সরকারঃ সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা-নিমগাছী আঞ্চলিক সড়কের নতুন পাড়া সলঙ্গা গ্রামস্থ কবরস্থানের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নতুন পাড়া সলঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সানজিদা খাতুন(২২), জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন খাতুন(৩০), আব্দুর রহিমের ছেলে শাহাদাত ইসলাম খায়রুল(১৯),আজাহার আলীর ছেলে রাজু আহমেদ(২২)।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১২ এর স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মহিউদ্দিন মিরাজ জানান,৮১পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইলসেট,৬ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply