মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমিয়ত সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী ঘোষণা করেছে যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন উন্নয়নের ইঞ্জিন পুনরায় সচল করে বৈশ্বিক সহায়তা বৃদ্ধি করুন আজ থেকে শুরু এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ আগস্ট ঢাকায় সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী ভারতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১২ জনের রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর? পুষ্টিবিদদের বক্তব্য কী? জুলাই স্মরণে ২০২৪ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

মাগুরার কুচিয়ামোড়া ইউনিয়নের জনগণের ভরসা এএইচএম আলমগীর হোসেন তুষার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩১২ Time View

ডেস্ক রিপোর্ট

মাগুরা সদর উপজেলার তুলনামূলক স্বল্প উন্নত এবং কৃষিপ্রধান একটি জনপদ কুচিয়ামোড়া ইউনিয়ন। মাগুরা সদর উপজেলার ভিতরে অবস্থান হলেও সংসদ নির্বাচনে এই ইউনিয়নটি মাগুরা ২নং আসনের মধ্যে পড়ে। যার ফলে দীর্ঘদিন এই ইউনিয়নের মানুষ এক ধরনের প্রবঞ্চনা ও অবহেলার শিকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ইউনিয়নে একজন যোগ্য, সৎ ও আদর্শবান রাজনৈতিক নেতার বিকল্প কিছু নেই। কুচিয়ামোড়া ইউনিয়নের মানুষ প্রকৃত অর্থে একজন নেতার প্রয়োজন অনুভব করছেন যার হাত দিয়ে আসবে এলাকার উন্নয়ন। তেমনি একজন নেতা, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এএইচএম আলমগীর হোসেন তুষার, যিনি বয়সে তরুণ ও বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত একজন সৈনিক। এএইচএম আলমগীর হোসেন তুষার শুধুমাত্র একজন যোগ্য রাজনীতিবিদই নন ও একজন সফল ব্যবসায়ী। তার জন্ম মাগুরা জেলার বড় শলই গ্রামে, তার পিতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আমজাদ হোসেন। ছাত্র জীবনের শুরু থেকেই এইচ এম আলমগীর হোসেন তুষারের রাজনৈতিক জীবন শুরু হয়, মাগুরা বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় পড়াকালীন সময়ে ১৯৯৩ সালে তিনি শেখ রাসেল স্মৃতি সংসদ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন, ১৯৯৫ সালে মাগুরা সরকারি হোসেন শহীদ সরোয়ারদি কলেজের শ্রেণীর শাখার সভাপতি নির্বাচিত হন, ১৯৯৭ সালে কুচিয়ামোড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, একই সালে মাগুরা সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক পদ এবং ঐ বছরই তিনি জেলা ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন। এছাড়া তিনি ঢাকাস্থ বৃহত্তর যশোর কল্যাণ সমিতির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুরে বৃহত্তর যশোর কল্যাণ সমিতির সহ-সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আলমগীর হোসেন তুষার ২০০৩ সাল থেকে অদ্যবধি মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সালে খালেদা জিয়া পতন আন্দোলনে অগ্রভাগে লড়াকু সৈনিক হিসেবে তৎকালীন সময়ে ব্যাপক সুনাম অর্জন করেন । ব্যক্তিগত জীবনে এএইচএম আলমগীর হোসেন তুষার অত্যন্ত বিনয়ী, সৎ ও পরোপকারী, সেজন্য তিনি বড় শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের বারবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কুচিয়ামোড়া ইউনিয়নের মানুষ মনে করে তুষারের মতো একজন যোগ্য নেতা নির্বাচিত হলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে ও তার হাত দিয়ে কাঙ্খিত উন্নয়ন অর্জন হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense