হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন একটি জনগুরুত্ব পূর্ণ এলাকা। এখানে প্রতিদিন চুয়াডাঙ্গাসহ মেহেরপুর ও ঝিনাইদহ জেলা থেকে সকাল ৬:০০টা থেকে রাত ১:০০টা পর্যন্ত বিভিন্ন ট্রেনের যাত্রীরা যাতায়াত করেন।এই সমস্তট্রেনের যাত্রীর বেশিরভাগ মা- বোন ও শিশু।এ সব মা বোন ও শিশুদের জরুরী প্রয়োজনে স্টেশনের ১টি বাথরুম যা সকলে ব্যাবহার করতে পারে না ফলে এলাকার কিছু বসত বাড়ির উপর চাপ পড়ছে। এমতাবস্তায় জরুরি ভিত্তিতে স্টেশন এলাকায় পাবলিক টয়লেট স্তাপন করে স্টেশন এলাকাকে আর ও আধুনিকায়ন করার জন্য কতৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করছি।