শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

কালীগঞ্জ বারো বাজারে মোবাইলে কথা বলা অবস্থায়। ট্রেনে কেটে ইজিবাইক চালক নিহত।

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৬ Time View
নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের ফুলবাড়ি গেট এলাকায় জানাযায় অংশ নেওয়ার লোকজনের ভাড়ায় এসে শাহাজান আলী (৩০) নামের এক ইজিবাইক চালক মালবাহী ট্রেনে কাটা পড়ে মারা যায়।
নিহত শাহাজান মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মনছের মোল্যার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার ফুলবাড়ি গেটে।
প্রত্যক্ষদর্শী ফুলবাড়ি গ্রামের হারুন অর রশিদ জানান, বুধবার ভোরে আমার চাচি খাদেজা বেগম মারা যান। তার জানাজায় অংশ নিতে আসা স্বজনদের নিয়ে ইজিবাইকের ভাড়ায় এসেছিলেন শাহাজান। তিনি আমাদের বাড়িতে পৌছে যাত্রী নামিয়ে দিয়ে নিকটবর্তী রেললাইনের পাশে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense