মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর র্যাব -৮ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের রাজৈর উপজেলার হৃদয়নন্দি মিল্ক ভিটার পরিত্যক্ত অফিস ভবন এলাকা থেকে ২১ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হলো গঙ্গারামপুর গ্রামের বজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলামীন শেখ এবং গঙ্গারামপুর গ্রামের বাবুল শেখের ছেলে শেখ আমির হোসেন। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ মাদারীপর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply