শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৯০ Time View

 হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার 

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।চুয়াডাঙ্গা জেলায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে গতকাল শনিবার রাত ৯ টার সময় চুয়াডাঙ্গা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের বিভিন্ন সড়কে পরিদর্শন করে এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আইকন ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সংগ্রামী ও বিপ্লবী আহ্বায়ক জনাব নঈম হাসান জোয়ার্দার, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব জিল্লুু রহমান জিল্লু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মীবৃন্দ,জেলা ছাত্রলীগের কর্মী বৃন্দ ও শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভাস্কর্যের বিরোধীতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category