হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুকুর থেকে আলমগীর হোসেন বিশ্বাস (২৭) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর বিশ্বাস উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে। শুক্রবার (৪ঠা ডিসেম্বর) সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাছ ধরার জন্য খাদিমপুর গ্রামের উজ্জ্বল মোল্লার পুকুরের কচুরিপানা পরিস্কার করার সময় তার নিচে অর্ধগলিত একটি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে গত ১০ই অক্টোবর থেকে নিখোঁজ ছিলো আলমগীর বিশ্বাস। নিখোঁজের পর তার বড় ভাই জাহাঙ্গীর বিশ্বাস আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে জানা না গেলেও খুব শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি আলমগীর হোসেন।
Leave a Reply