মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশ্রয়ন প্রকল্পের ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকায় আশ্রয়ন প্রকল্পে অবস্হিত রিজিয়া বেগমের রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়।মূহুর্তেই তা ছড়িয়ে পড়লে ১০ টি ঘর সম্পুর্নভাবে পুড়ে যায়।এসময় ঐ ১০ টি ঘরের সব মালামাল পুড়ে যায়। বিষয়টি মাদারীপুর ফায়ার সার্ভিসে মোবাইল করে জানানো হয়।তবে শহর হতে ঘটনাস্হলের দুরুত্ব অনেক বেশী হওয়ায় ফায়ার সার্ভিস কর্মিদের সেখানে পৌছানোর পুর্বেই পুড়ে ছাই হয়ে যায় ১০ টি পরিবারের ঘর।একপর্যায়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিস জানান, খারাপ রাস্তার ও দুরুত্বেের কারনে সময়মত পৌঁছাতে পারিনি আমরা।তবে এঘটনায় কোন প্রানহানি না হলেও প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
Leave a Reply