শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩ Time View

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “তিস্তা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না”, “ন্যায্য পানির হিস্যা দিতে হবে, দিতে হবে”—সহ নানা প্রতিবাদধর্মী শ্লোগান।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “আজও তিস্তা পাড়ের লাখো মানুষের দুর্ভোগের শেষ হয়নি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন দেখতে চাই। তিস্তার মানুষ ত্রাণ নয়, তারা স্থায়ী সমাধান চায়। তাই অনতিবিলম্বে এই মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “স্বাধীনতার পর থেকেই ভারত যৌথ নদীগুলোর ওপর বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক চুক্তি ও নীতিমালা লঙ্ঘন করেছে। তারা দাদাগিরি দেখিয়ে চলেছে, যার ফলে উত্তরবঙ্গের পাঁচটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একের পর এক বাঁধ দিয়ে বাংলাদেশকে জল সংকটে ফেলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে ভারত।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense