রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :

নাটোরের দক্ষিণ বড়গাছা ছাত্রী নিবাস থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৪২ Time View

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে মৌমিতা আক্তার (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সিংড়া উপজেলার বিয়াস থানার আয়েস গ্রামের মাহবুবুর রহমানের কন্যা মৌমিতা আক্তার নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃদুলা ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতো। জানা যায়, বৃহস্পতিবার সারাদিন তাকে দেখতে না পেয়ে অন্য ছাত্রীরা খোঁজ নিতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজার ফটো দিয়ে ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মালিককে খবর দেয়, পরে মালিক পুলিশকে জানালে তৎক্ষণাৎ এসে তারা দরজা কেটে মরদেহটি উদ্ধার করে। মৌমিতা বনপাড়া ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজে শেষ বর্ষের ছাত্রী। নাটোর শহরের ওই ছাত্রী নিবাসে থেকে দুই বৎসর যাবৎ পড়াশোনা করতো। নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category