শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ইতোমধ্যেই জাপানের উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাশিয়ার ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের পরামর্শে কামচাটকা অঞ্চলের বাসিন্দাদের উপকূল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, সুনামি সতর্কতা এখনো কার্যকর রয়েছে এবং ঢেউয়ের তীব্রতা মূল্যায়ন করা হচ্ছে। তিনি সবার প্রতি উপকূল থেকে দূরে থাকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।
এই অঞ্চলের উপকূলবর্তী শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির জনসংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার। বুধবার সেখানে ৮.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সৃষ্ট সুনামির উচ্চতা ছিল সর্বোচ্চ ৪ মিটার (প্রায় ১৩ ফুট)। ইতোমধ্যে কিছু উপকূল এলাকা প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
গভর্নর সোলোদভ জানিয়েছেন, ভূমিকম্পটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং গত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী কম্পন। এক শিশুশিক্ষা কেন্দ্র (কিন্ডারগার্টেন) ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
কামচাটকার কিছু এলাকায় ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। আঞ্চলিক জরুরি বিভাগের মন্ত্রী সের্গেই লেবেদেভ জানিয়েছেন, উপকূলরেখা থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ১৯.৩ কিলোমিটার গভীর এবং এর উৎপত্তিস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।
ভবিষ্যতে আরও শক্তিশালী আফটারশক হওয়ার আশঙ্কা থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার পাশাপাশি জাপানেও উচ্চ সতর্কতা জারি রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে বারবার প্রচার করছে: “অনুগ্রহ করে দ্রুত সরে যান। সম্ভব হলে উঁচু স্থানে আশ্রয় নিন এবং উপকূল থেকে নিরাপদ দূরত্বে যান।