বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
“সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার জাপানে ভয়াবহ সুনামির তাণ্ডব, সামনে আরও শক্তিশালী জলোচ্ছ্বাসের আশঙ্কা বাঁচতে চাইলে এখনই রাশিয়ার উপকূল ছেড়ে সরে যাওয়ার আহ্বান কনসার্টের অনুদানে ৭০ প্রতিষ্ঠানের কাছে সাবেক সমন্বয়কের আবেদন বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ৯ হাজার ৭৩৫ জন শর্তসাপেক্ষে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য পুলিশ বাহিনীতে ১১ কর্মকর্তার রদবদল বিসিসিআই অফিস থেকে ৮ লাখ টাকার জার্সি চুরি, নিরাপত্তারক্ষী গ্রেপ্তার ডাকসু নির্বাচন: প্রার্থী ও ভোটারদের জন্য করণীয় এবং নিষেধাজ্ঞা

শর্তসাপেক্ষে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

জনপদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ছবি : সংগৃহীত

আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তবে এ স্বীকৃতি কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষে হবে বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯ জুলাই) জরুরি এক মন্ত্রিসভা বৈঠক শেষে স্টার্মার এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, যদি ইসরায়েল গাজায় চলমান দমন-পীড়ন বন্ধ না করে, যুদ্ধবিরতির জন্য চুক্তিতে না আসে, পশ্চিম তীর দখলের পরিকল্পনা থেকে সরে না দাঁড়ায় এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়ার প্রতি আন্তরিক প্রতিশ্রুতি না দেয়, তাহলে আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে।

এর আগে ফ্রান্স জানিয়েছে, তারাও সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইসরায়েল যদি নির্ধারিত শর্তগুলো না মানে, তবে জাতিসংঘ অধিবেশনের আগেই ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি মূল্যায়নের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্টার্মার স্পষ্ট করে বলেছেন, তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলকে তুলনা করছেন না। তিনি হামাসকে যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানান। পাশাপাশি, যুদ্ধশেষে হামাস যেন গাজায় কোনো শাসনক্ষমতায় না থাকে, সেটিও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের লক্ষ্য হলো—একটি নিরাপদ ইসরায়েল ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সহাবস্থান নিশ্চিত করা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense