রাজৈর ও মাদারীপুর সদরের বিভিন্ন নদী ও চরাঞ্চলে দিন-রাত চলছে বালু লুটের মহোৎসব। অন্তত ১০টি স্পটে প্রতিদিন কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে নদীভাঙন ও পরিবেশ ধ্বংসের ভয়াবহতা।
নদী এখন বালু খেকোদের কবলে! কুমার নদী ও আড়িয়াল খাঁ নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে রাতভর চলছে বালু উত্তোলন। বিশেষ করে রাজৈরের কবিরাজপুরের কালার চর, গোয়াল পাতান, কালিবাড়ি, সদরের শ্রীনদী, রায়েরকান্দি, কোটবাড়ি, গোসাদিয়া, নতুন রাজারহাট – এসব এলাকাগুলোতে সন্ধ্যা নামলেই শুরু হয় ‘অবৈধ বালু তোলার উৎসব’। ভোরের আলো ফোটার আগেই জাহাজ বোঝাই হয়ে যায় বালুতে। এ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরাও স্বীকার করেছেন—তাদের এই কাজের কোনো বৈধতা নেই।
স্থানীয়রা অভিযোগ করে বলেন: প্রতি রাতে নদীর বুক চিরে যেভাবে বালু তোলা হচ্ছে, তা ভয়াবহ। অথচ প্রশাসনের কার্যকর ভূমিকা নেই।
একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন: নদী ভাঙনে আমার বসতভিটা চলে গেছে। প্রতিবাদ করলে হুমকি আসে। প্রশাসন কঠোর না হলে সব হারিয়ে ফেলবো।
সচেতন মহলের উদ্বেগ
জেলার একজন সচেতন নাগরিক বাবলুর রহমান সোহেল বলেন: এই অপরিকল্পিত বালু উত্তোলন শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও হুমকির মুখে ফেলছে। প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।
মাদারীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন: রাতের বালু উত্তোলন নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত