মাদারীপুরে টানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা পানির নিচে চলে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
বিশেষ করে শহরের চৌরাস্তা, নতুন বাজার, পানিছত্র, হাসপাতাল রোড ও কলেজ রোড এলাকায় হাঁটুপানি জমে গেছে।
নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় প্রতি বছর বৃষ্টির মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান ১০ মিনিট বৃষ্টি হলেই এখন শহর ডুবে যায়, অথচ সমাধানে কেউ এগিয়ে আসে না।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগের খবর পাওয়া যায়নি।
Leave a Reply