রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৫ লাখ সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় সন্দেহভাজন ১৩ জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় খোয়া যাওয়া রিয়ালের একটি অংশ এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান। তিনি জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে।
এর আগে, বুধবার (২ জুলাই) একই ঘটনায় আরও ৬ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে লুট হওয়া অর্থের মধ্যে ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে এসেনশিয়াল ড্রাগ অফিসের সামনে পাঁচ লাখ সৌদি রিয়াল লুটের এ ঘটনা ঘটে। প্রাইভেটকারে করে রিয়ালের ওই অর্থ পল্টন থেকে উত্তরায় নেওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকার সমান।
Leave a Reply