সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টার টেলিফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনায় ইউক্রেনযুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি প্রকাশ্যে হতাশা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ফোনালাপের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথোপকথনে আমি খুবই হতাশ হয়েছি। আমার মনে হয় না, তিনি যুদ্ধ থামাতে আগ্রহী। এটা সত্যিই দুঃখজনক।”
তিনি আরও জানান, পুতিনের সঙ্গে ইরানসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। তার ভাষায়, “আমি কোনো ফলপ্রসূ অগ্রগতি করতে পারিনি।”
ট্রাম্প আরও বলেন, আগামীকাল (শুক্রবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার ফোনে কথা হওয়ার কথা রয়েছে।
তবে ট্রাম্পের এই বক্তব্য বা ফোনালাপ নিয়ে এখন পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
Leave a Reply