শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে?

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৮ Time View
হানিয়া আমির ও সাবা কামার। ছবি : সংগৃহীত

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার যে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তা আংশিকভাবে শিথিল হতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার থেকে ভারতের ব্যবহারকারীরা আবারও বেশ কয়েকজন পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কিছু পাক সংবাদমাধ্যম ও বিনোদন চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো ঘোষণা আসেনি।

হামলার পর ভারত সরকার পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেয়। এর আওতায় জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার ও হানিয়া আমিরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধ হয়। তবে এখন সেগুলো আবার সহজেই অ্যাক্সেস করা যাচ্ছে।

এ নিষেধাজ্ঞার মধ্যেও ভারতীয় অনেক ব্যবহারকারী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে তাদের প্রিয় পাকিস্তানি সেলিব্রিটিদের ফলো করে যাচ্ছিলেন। বিশেষ করে, অভিনেত্রী হানিয়া আমির—যিনি দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘সর্দারজি-৩’ ছবিতে অভিনয়ের কারণে আলোচনায় এসেছেন—তার জনপ্রিয়তা ভারতে নজরকাড়া।

উল্লেখ্য, পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’, আর পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নেয়। যদিও শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়। এই প্রেক্ষাপটে পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়ায় ফেরত আসা দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ গলার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense