কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগের দাবি জানিয়ে দলের একাংশের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন। তারা শতাধিক নেতাকর্মী কাফনের কাপড়ে সজ্জিত ও বিভিন্ন স্লোগানযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেন।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির প্রধান কার্যালয় ঘেরাও করে তারা প্রায় তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চালিয়ে যান।
নেতাকর্মীরা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভোট কারচুপির অভিযোগের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগ দাবি করেন। তারা দাবি আদায় না হলে ২৪ ঘণ্টার মধ্যে হরতালসহ আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
সভাপতি পদপ্রার্থী কাজল মাজমাদার বলেন, ২৭ জুনের নির্বাচন ছিল প্রহসনের ভোট। তার সঙ্গে অন্যায় হয়েছে এবং আগামীতে হরতালসহ কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি জেলা বিএনপিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং যদি এ সময়ের মধ্যে বিষয়টি সমাধান না হয় তবে কঠোর আন্দোলনের কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করেছেন, কিন্তু এখনও তা পূর্ণাঙ্গ হয়নি। জেলা বিএনপির কার্যক্রম পরিচালনায় যদি ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্টদের পদত্যাগ করার আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, ২৭ জুন অনুষ্ঠিত পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ ওঠে, যা পরাজিত প্রার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রকাশ্যভাবে বিভেদের জন্ম দেয়।
Leave a Reply