নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে এ কর্মসূচি আজ মঙ্গলবার (১ জুলাই) রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এর মাধ্যমে মাসব্যাপী নানা কর্মসূচির সূচনা হলো।
পদযাত্রায় অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং কেন্দ্রীয় নেতারা গত ৩০ জুন রাত ১২টায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
সকাল ৯টায় পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর বেলা ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুর থেকে পদযাত্রা শুরু হবে, যা গাইবান্ধা শহীদ মিনারে পথসভায় রূপ নেবে। বিকাল ৩টায় রংপুর শহরে দ্বিতীয় দফা পদযাত্রা হবে, যা বিভিন্ন সড়ক ও মোড় ঘুরে চেকপোস্টে শেষ হবে। এরপর সন্ধ্যায় পীরগাছায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে।
এনসিপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ জুলাই পর্যন্ত চলা এই পদযাত্রায় প্রতিটি বিভাগে আলাদা আহ্বায়ক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন:
পদযাত্রার সময় নেতারা বিভিন্ন জেলায় শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজ-খবর নেবেন। ঢাকায় এ সময় তেমন কোনো কর্মসূচি থাকবে না।
বিশেষ দিবসগুলো:
মাসব্যাপী কর্মসূচির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
Leave a Reply