বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Мелбет 2025: Обзор лютой букмекерской конторы для русскоязычных игроков Мелбет 2025: Обзор международной БК с горячими ставками и выгодами Melbet saytiga kirish va uning O‘zbekistondagi afzalliklari কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, পরে অপবাদ দিয়ে মারধর পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত।

ভারতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১২ জনের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৪৬ Time View
ছবি : সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি রাসায়নিক কারখানায়। এতে এখন পর্যন্ত ১২ শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০ জনের বেশি। আহতদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটে হায়দরাবাদ সংলগ্ন শিল্পাঞ্চলে অবস্থিত ‘সিগাচি কেমিক্যালস’ নামের একটি রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠানে। বিস্ফোরণের পরপরই তিনতলা ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।

দমকল বিভাগের ১১টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সময় কারখানায় ৬৬ জন শ্রমিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৮ জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অভিষেক কুমার (বিহার) এবং নগর্জিৎ তিওয়ারি (ওড়িশা) নামে দুই শ্রমিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শক্তিতে শ্রমিকরা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন এবং আগুন আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে পুরো শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে; পাশের কারখানার শ্রমিকরাও দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

উদ্ধার কাজে অংশ নেয় রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, হায়দরাবাদ দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, পুলিশ ও স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপ সরাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং সেখান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার এয়ার ড্রায়ার সিস্টেমে ত্রুটি থেকেই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত। এটি কেমিক্যাল রিঅ্যাক্টরের বিস্ফোরণ ছিল না বলে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী জি বিবেক। তিনি আরও জানান, নিহতদের মধ্যে কারখানার ব্যবস্থাপকও রয়েছেন এবং আগুনে শ্রমিকদের সংক্রান্ত সব রেকর্ড পুড়ে গেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ডামোদর রাজা নারসিমহা এবং শ্রমমন্ত্রী জি বিবেক। রাজ্যপাল জিষ্ণু দেববর্মা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

এছাড়া মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডিও শোক প্রকাশ করে উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense