বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ঈর্ষান্বিত সাফল্য তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রাজৈর-মাদারীপুরে নদীতে আত্মঘাতী ড্রেজারে কোটি টাকার বালু লুট! দুর্বৃত্তের হামলায় নিহত গৌতমের পরিবারের পাশে  দাঁড়ালেন গোপালগঞ্জ-১ আসনে এমপি- প্রার্থী মাওলানা আব্দুল হামিদ কালিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জনকে কারাদণ্ড টানা বৃষ্টিতে মাদারীপুর শহর জলমগ্ন, দুর্ভোগে জনজীবন যশোরের শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১ নড়াইলে অনলাইন প্রতারণার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ডা. জুবাইদা ও জাইমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলছে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৭৪ Time View
ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে একটি চক্র পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (৫ মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নানা ধরনের ভিত্তিহীন মন্তব্য ও পোস্ট ছড়ানো হচ্ছে। এ ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে তাদের ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই অপপ্রচার মূলত জিয়া পরিবারকে নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা ব্যর্থ হয়েছে, তারা এখন জিয়া পরিবারকে টার্গেট করে এই অপতৎপরতায় নেমেছে। বিনয়ী ও সৌজন্যবোধসম্পন্ন ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানকে জড়িয়ে ফেসবুক ও এআই-এডিট করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া শুধু নিন্দনীয় নয়, এটি একটি গুরুতর অপরাধ। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, এখনও নেই। তাই তাদের নামে ফেসবুকে দেওয়া কোনো মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই। প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যার সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা ব্যর্থ হবে, কারণ জনগণ এসব মেনে নেবে না।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense