
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ ৫ জুন বিক্রি হচ্ছে আগামী ১৫ জুনের ট্রেনের টিকিট।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারের ঈদযাত্রায় শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী—
৯ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে ৩০ মে,
১০ জুনের টিকিট ৩১ মে,
১১ জুনের টিকিট ১ জুন,
১২ জুনের টিকিট ২ জুন,
১৩ জুনের টিকিট ৩ জুন,
১৪ জুনের টিকিট ৪ জুন
এবং ১৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ ৫ জুন।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পরবর্তী ৭ দিনের ট্রেনের টিকিটও বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। তবে, এই সময়ে কেনা টিকিট যাত্রীদের ফেরত দেওয়ার সুযোগ থাকছে না।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত