শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, জাতিসংঘের এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৫ Time View
ছবি : সংগ্রহিত

অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে সমর্থন করার কথা জানিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়—এ বিষয়ে জাতিসংঘের কিছু বলার নেই। বুধবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’-এ তিনি এসব কথা বলেন।

আবাসিক সমন্বয়কারী জানান, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করছে জাতিসংঘ।

গোয়েন লুইস আরও বলেন, ঐক্যমত্য কমিশনের কাজ জটিল হলেও জাতিসংঘ কমিশনের কার্যক্রমে সন্তুষ্ট। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

সংস্কার নিয়ে তিনি বলেন, নির্বাচন আগে সংস্কার হবে কি না, তা ঠিক করার দায়িত্ব বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলের। জাতিসংঘ এখানে হস্তক্ষেপ করবে না।

এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ বলতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ বোঝায় না। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেই অন্তর্ভুক্তিমূলক বলা হয়। বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

ডিক্যাব টকে তিনি জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস খোলার বিষয়টি চূড়ান্ত হয়েছে, অচিরেই সীমিত পরিসরে তা চালু হবে।

মানবিক করিডোর নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি ছাড়া এ বিষয়ে জাতিসংঘ কোনো সহায়তা দিতে পারবে না। এখনো এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category