জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বন্দি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিজয়ের পর পর্যন্ত তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন।
বুধবার (৪ জুন) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, “মুক্তিযুদ্ধ শুরুর পর ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে ছিলেন। যদিও মুক্তিযুদ্ধ শুরুর আগে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তিনি সরাসরি যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন না।”
তিনি আরও লেখেন, “মাঠে থেকে তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হলো কীভাবে?”
সারজিস আরও লেখেন, মন্ত্রণালয়ের মূল কাজ ছিল- মুক্তিযোদ্ধাদের নামে অপব্যবহার বন্ধ করা, বিশেষত আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজে সুযোগ-সুবিধা ভোগ করেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করা। কিন্তু সেই দায়িত্ব পালনের পরিবর্তে প্রকৃত মুক্তিযুদ্ধের সময় মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের তালিকা থেকে মুক্তিযোদ্ধা হিসেবে বাদ দেওয়ার মতো অনর্থক ও অযৌক্তিক কাজ মোটেও কাম্য নয়।
তিনি আরও লেখেন, ইতিহাস যেন কখনোই ক্ষমতাসীনদের পক্ষে বা স্বার্থে বিকৃত না হয়। ইতিহাসকে স্বাভাবিক ও সত্যনিষ্ঠ ভাবেই এগিয়ে যেতে দেওয়া উচিত।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত