শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ভুল তথ্য প্রকাশ করলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে

অনলাইন সংস্করণ
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩০ Time View
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি- সংগৃহীত

ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আজাদ মজুমদার বলেন, “সম্প্রতি আমরা লক্ষ্য করছি, বিভিন্ন মাধ্যমে ভুল সংবাদ প্রকাশিত হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং ভুল সংবাদগুলো চিহ্নিত করতে। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “তবে কেউ যেন মনে না করেন যে, ইচ্ছেমতো ভুল সংবাদ ছড়ানোর লাইসেন্স দেওয়া হয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করবে, সরকার তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব বলেন, “আজকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে—যাতে দাবি করা হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।”

তিনি বলেন, “যেসব সংবাদমাধ্যম এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, আমরা আশা করি তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে এবং পাঠকদের কাছে সত্য প্রকাশ করবে। শুধু সংবাদ সংশোধন করলেই হবে না, যারা এই খবর পড়ে বিভ্রান্ত হয়েছেন, তাদের কাছেও ক্ষমা চাইতে হবে।”

তিনি পুনরায় উল্লেখ করেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতায় আন্তরিকভাবে বিশ্বাসী। আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। তবে কেউ যেন এই স্বাধীনতাকে পুঁজি করে ইচ্ছেমতো ভুল সংবাদ ছড়ানোর লাইসেন্স পেয়েছেন—এমনটি ভাবা উচিত হবে না। যারা এ ধরনের সংবাদ প্রকাশ করবেন, তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category