বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে বাড়ি যাওয়ার পথে পুলিশের সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৯১ Time View
নিহত পুলিশ সদস্য রনি শিকদার। ছবি : সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক পুলিশ সদস্য অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য রনি শিকদার (২৬) টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে ছিলেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার দ্বীনে এ আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, এজন্য তিনি মঙ্গলবার সকালে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে চলে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category