শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ Time View

হবিগঞ্জের লাখাই উপজেলায় সালিশি বৈঠকের সময় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাসরত স্থানীয় আব্দুল মুকিত ও রোকন মিয়ার মধ্যে কয়েকদিন আগে একটি পুরাতন টিভি বিক্রিকে কেন্দ্র করে হাতাহাতি হয়। পরে ঈদে এলাকায় ফেরার পর তাদের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়। এ ঘটনার মীমাংসার জন্য মঙ্গলবার সকালে চেয়ারম্যানসহ স্থানীয়রা সালিশি বৈঠকের আয়োজন করেন। তবে বৈঠকের একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এবং গুরুতর কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর পুলিশের একটি দল হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে, যদিও অনেক আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category