শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪২৭ Time View

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোরবার দুপুরে গোপালগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পৌর মুক্ত মঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এসময় অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র অহবায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর, রেড ক্রিসেন্টের ডাঃ আলমগীর সিদ্দিকী ও ডাঃ সাকিব মেহেদী। কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন -এর সভাপতিত্বে সদর উপজেলা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক ফজলুল কবির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে কেক কাটা সহ নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense