শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মাদারীপুরে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত ৪

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৬৬ Time View

মাদারীপুর করদী এলাকার জাহাঙ্গীর শিকদারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছিল স্থানীয় জামাল বেপারী সাথে সেই যেরে শনিবার সকাল ৯ঃ৩০ টায় জমি দখলের জন্য আসে জামাল বেপারী ও তার লোকজন।

এসময় জাহাঙ্গীর শিকদারের ছেলেরা বাধা দিলে তর্ক বাজে দুই পক্ষের মধ্যে, এক পর্যায়ে দেশীয় অশু শস্য নিয়ে জামাল বেপারির লোকজন হামলা চালায় জাহাঙ্গীর শিকদারের ছেলেদের উপরে এতে আহত হয় সোহাগ শিকদার (৩৬) পিতা জাহাঙ্গীর সিকদার, শফিকুল ইসলাম (৩৩) সজীব সিকদার,আবু বকর সিকদারসহ জাহাঙ্গীর শিকদারের স্ত্রী সানোয়ারা বেগম এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ড ভর্তি হয় সজীব সিকদার, তার মাথায় গুরুতর যখন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল পাঁচ বছর যাবত সেই সূত্রের জেরেই স্থানীয় প্রভাবশালী সেনা সদস্য জামাল বেপারী ও তার লোকজন অতর্কিত হামলাচালায় এ ঘটনার আগে স্থানীয় গণ্যমান্য লোকজন সালিশ মীমাশার মাধ্যমে ১৬ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিলেও পরে সালিশ মানিনা বলে জামাল বেপারী।

এই সূত্র ধরেই তারা জমি দখল করতে এসে হামলা চালিয়ে আহত করে জাহাঙ্গীর শিকদারের ছেলেদেরকে। আহত ভুক্তভোগী জাহাঙ্গীর শিকদারের ছেলে বলেন। আমরা এডভোকেট বাবুল আক্তারের চেম্বারে বসে সালিশ মীমাংসা করে দেয় তাদের সালিশ রায়মতেকে মেনে জমির বাবদ ১৬ লাখ ২০ হাজার টাকা টাকা দিয়ে দেওয়ার পরেও তারা আবার এই জমি দখল করতে আসে।

আমরা বাধা দিলে আমাদের উপরে এ হামলা চালায় জামাল বেপারী ও তার লোকজন।আমরা এই হামলাকারী জামাল বেপারী ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার চাই এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন। এ ঘটনা শুনেছি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনওনুকু ব্যবস্থা নেয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category