রাজধানীর হাতিরঝিলে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাটের মালিকানা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম (৩৪) নিহত হন। অভিযুক্ত হিসেবে পরিচিত প্লিজেন্ট প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি এই ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে একে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন।
রবিবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে শেখ রবিউল আলম রবি বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি আরও উল্লেখ করেন, গত ২০ বছর ধরে রিয়েল এস্টেট ব্যবসায় নিয়োজিত আছেন এবং রিহ্যাবের নিয়মনীতি মেনে কাজ করে আসছেন। এই সময়ে তার কোনো আবাসন প্রকল্পে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বিবৃতিতে রবিউল আলম বলেন, হাতিরঝিলের প্রকল্পে ফ্ল্যাটের মালিকানা নিয়ে এক বিরোধ চলছিল, যেখানে তানজিল জাহান তামিমের মৃত্যু ঘটে। জমির তিনজন মালিকের একজন খুরশিদা আহমেদ তিনটি ফ্ল্যাটের অর্ধেকাংশ জোর করে দখলে রেখেছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সালিশ মীমাংসার প্রস্তাব করা হলেও তিনি তা মানেননি।
রবি দাবি করেন, গত ১০ অক্টোবর তার অজান্তেই তার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার ফ্ল্যাটের অর্ধেকাংশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে সেখানে বিরোধের সূত্রপাত হয়। তামিমের অসুস্থ হয়ে পড়া এবং পরবর্তীতে তার মৃত্যু ঘটে হাসপাতালে।
বিএনপির এই নেতা বলেন, তামিমের মৃত্যু দুঃখজনক হলেও এর সঙ্গে কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী প্রভাব ছিল না। ঘটনাটিকে ‘দখলদারিত্ব’ হিসেবে প্রচার করা হলেও এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল, যার সঙ্গে তার কোনো ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য ছিল না।
Leave a Reply